ইসিতে ১৪ দেশের রাষ্ট্রদূত

|

নির্বাচন কমিশনে গিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর সংগঠন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ও-ই-সি-ডি) ১৪ দেশের রাষ্ট্রদূত। তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসেন রাষ্ট্রদূতরা। এ সময় ইসির অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

ইসির সাথে বৈঠকে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সুইডেনসহ উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা। এ সময় আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নানা বিষয়ের আলোচনা করবেন বলে জানা গেছে। এর আগেও নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply