মহারাষ্ট্রের স্পিকারও বিজেপির

|

মহারাষ্ট্রে সরকার গঠনের পর স্পিকার নির্বাচনেও বড় সাফল্য পেলো মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জোট। রোববার (৩ জুলাই) বিধানসভার বিশেষ অধিবেশনে হয় আস্থা ভোট। যেখানে ১৬৪ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন বিজেপি বিধায়ক রাহুল নারায়েকার।

রাহুল নারায়েকার প্রতিন্দ্বন্দ্বী ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মনোনীত শিবসেনা প্রার্থী রজন সালভি। তিনি পেয়েছেন ১০৭ ভোট। সকালে মুম্বাইয়ের বিধানসভায় পৌঁছান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তার সাথে ছিলেন শিবসেনা নেতাকর্মী আর বিজেপি বিধায়করা। অধিবেশনে ছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য ঠাকরেও।

আগামীকাল সোমবার বিধানসভায় বিজেপি-শিবসেনা জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। মুখোমুখি হতে হবে অনাস্থা ভোটের। গেলো বৃহস্পতিবার নানা নাটকীয়তার পর রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে।

আরও পড়ুন: ‘এখানে বসবাস অসম্ভব’, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তাল ইসরায়েলের তেল আবিব

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply