সড়ক-মহাসড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট: কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনোভাবেই সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। আর ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না।

রোববার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেন তিনি।

এদিন আরেক বিবৃতিতে তিনি বলেন, অপরাজনীতির কারণে জনপ্রত্যাখ্যাত সন্ত্রাসী কর্মকাণ্ডই বিএনপির এখন একমাত্র রাজনৈতিক হাতিয়ার। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নাকি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল— বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে।

ক্ষমতায় থাকাকালে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি একটি সন্ত্রাসনির্ভর ও ষড়যন্ত্রমূখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত। শুধু দেশেই নয়, কানডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপির বুঝা উচিত, কথামালার বৃষ্টিতে এদেশের জনগণের মন ভেজে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply