নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধার করতে গিয়ে সেনাবাহিনীর ৩০ সদস্য নিহত

|

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় অপহৃতদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ সেনা। শনিবার (২ জুলাই) এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গেলো বুধবার শিরোরো রাজ্যের একটি খনিতে হামলা চালিয়ে ৪ চীনা নাগরিকসহ বেশ কয়েকজন কর্মীকে অপহরণ করে বন্দুকধারীরা। পরে খবর পেয়ে তাদের উদ্ধারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এ সময় বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েন তারা। বলা হয়, বন্দুকধারীরা গুলি চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ সেনাকে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

লড়াইয়ে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নাইজেরিয়ার সেনাবাহিনীও। তারা বলেছে, খনি এলাকায় তুমুল লড়াইয়ে বেশকিছু সেনা নিহত হয়েছে। তবে অপহৃত ব্যক্তিদের কী অবস্থা তা জানা যায়নি। তাদের উদ্ধারে ভিন্ন কৌশল নেয়া হচ্ছে বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানের জোব এলাকায় ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply