দলছুট মুখপোড়া হনুমানটি লোকালয়ে খুঁজে বেড়াচ্ছে সাথীদের

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় বেশ কয়েকদিন ধরে একটি দলছুট মুখপোড়া হনুমানকে দেখা যাচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার কলম ও চামারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সে তার সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

শনিবার (২ জুলাই) সারাদিন চামারী ইউনিয়নের বিলদহ বাজারের পাশে দেখা মেলে হনুমানটির। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে দলছুট হনুমানটিকে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ পিছু নিচ্ছে প্রাণীটির। কেউ তার দিকে খাবার ছুড়ে দিচ্ছেন, কেউ বা তার সাথে ভাব জমাতে হাত নেড়ে কাছে ডাকছেন। এদের অনেকে ওই প্রাণীটিকে ঢিল ছুড়ে বিরক্তও করছেন।

স্থানীয় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, দলছুট হনুমানটি কাউকে বিরক্ত না করলেও অতি উৎসাহীরা তাকে ঢিল ছুড়ে বিরক্ত করছে। হনুমানটির নিরাপত্তার জন্য প্রশাসন ও বন বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। বন বিভাগের সাথে কথা বলে হনুমানটির নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানালেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply