বকশিবাজারে মসজিদ ভাঙা নিয়ে ১টি পরিবারকে মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

|

রাজধানীর বকশিবাজারের শতবছরের ঐতিহ্যবাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। শনিবার (২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে ভুক্তভোগী পরিবার।

তারা বলেন, কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই জোরপূর্বক দক্ষিণ সিটি করপোরেশন ওয়াকফকৃত মসজিদ ও দোকানপাট গুড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম ডেকে নিয়ে কোনো প্রকার মিডিয়া বা আইনি পদক্ষেপ না নেয়ার হুমকি দিয়েছে। এছাড়াও বিভিন্নভাবে দেয়া হচ্ছে মামলা ও জীবননাশের হুমকি। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ভুগছে পরিবারটি।

রেকর্ডভুক্ত সম্পত্তি হওয়া সত্ত্বেও বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস লাইন কেটে দেয়ায় দুইদিন ধরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। এসময় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি করেন তারা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply