সৌদি আরবের ‘বিশেষ অতিথি’ হয়ে হজ পালনে শোয়েব আখতার

|

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। শনিবার (২ জুলাই) বিকেলে এক টুইটবার্তায় তিনি নিজেই এ কথা জানান। ওই টুইটে শোয়েব আখতার দু’টি ছবি শেয়ার করেন, ছবিতে তাকে হজের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।

ছবির ক্যাপশনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এ বোলার লেখেন, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের সরকারি মেহমান হয়ে পবিত্র হজ পালনের জন্য রওনা হলাম। মক্কায় অনুষ্ঠেয় একটি হজ কনফারেন্সে আমি ভাষণ দেব, যেখানে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা থাকবেন।

গালফ টুডে’র প্রতিবেদনে বলা হয়, হজ আদায়ের সুযোগ করে দেয়ায় পাকিস্তানে অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শোয়েব আখতার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply