অ্যানফিল্ডেই থাকছেন সালাহ

|

লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। মার্সিসাইড ক্লাবটির সমর্থকদের প্রিয় ‘ইজিপশিয়ান কিং’ চুক্তি নবায়ন করেছেন লিভারপুলের সাথে; আরও ৩ বছর অ্যানফিল্ডেই থাকছেন সালাহ।

শুক্রবার (১ জুলাই) লিভারপুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় চুক্তি নবায়নের এ কথা। আগের চুক্তি অনুসারে, আসছে গ্রীষ্মেই শেষ হয়ে যাচ্ছিল সালাহর মেয়াদ। এবার ইয়ুর্গেন ক্লপের এই প্রিয় শিষ্য ৩ ভছরের জন্য চুক্তি নবায়ন করলেন। নতুন চুক্তিতে লিভারপুলের ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন সালাহ। প্রতি সপ্তাহে তার বেতন হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড; বাংলাদেশি মুদ্রায় যার অঙ্কটা প্রায় ৪ কোটি টাকা।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে আসেন এই ফুটবলার। ক্লাবটির ঘরোয়া ও ইউরোপীয় সাফল্যে ধারাবাহিক অবদান রেখেছেন তিনি। ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন সালাহ। ২০২০ সালে ৩০ বছরের মধ্যে ক্লাবটির সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন তিনি। এছাড়া গত মৌসুমে ৩১টি গোল করে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতেন তিনি।

আরও পড়ুন: এবার টেস্টে ১ ওভারে সর্বোচ্চ রান দিলেন ব্রড; স্ট্রাইক প্রান্তে ভারতীয় ব্যাটারই

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply