যুক্তরাজ্যে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৩২ শতাংশ

|

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আশঙ্কাজনক হারে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এক সপ্তাহর ব্যবধানে সংক্রমনের হার বেড়েছে ৩২ শতাংশ। শুক্রবার (১ জুলাই) এ তথ্য জানায় ব্রিটিশ স্বাস্থ্যবিভাগ। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। এ সময় মৃত্যু হয়েছে ৮৭ জনের। বলা হয়, দেশটিতে প্রতি ৩০ জনে একজন আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ ডট ফোর এবং বিএ ডট ফাইভ এর প্রভাবে দ্রুত ছড়াচ্ছে বলেও জানানো হয়। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের আবারও করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। জনসমাগম এড়িয়ে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন তারা।

এছাড়া, ৭৫ বছরের বেশি বয়সী ব্যক্তি যারা এখনও টিকা গ্রহণ করেননি বা গত ছয় মাসে বুস্টার ডোজ নেননি, তাদেরকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। এখনই সংক্রমণ নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আবারও ভয়াবহ হবার শঙ্কা গবেষকদের।

আরও পড়ুন: ‘স্পর্শকাতর অঞ্চলে’ গোপনে অস্ত্রবহন নিষিদ্ধ করলো নিউইয়র্ক

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply