এবার টেস্টে ১ ওভারে সর্বোচ্চ রান দিলেন ব্রড; স্ট্রাইক প্রান্তে ভারতীয় ব্যাটারই

|

স্টুয়ার্ট ব্রড। ছবি: সংগৃহীত

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রান দিয়েছিলেন ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটিই এক ওভারে সর্বোচ্চ রান (পোলার্ডও পরে এক ওভারে ৩৬ রান নিয়েছেন)। স্ট্রাইক প্রান্তে সে সময় ছিলেন ভারতীয় ব্যাটার যুবরাজ সিং। এবার টেস্টে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান দিলেন ব্রড। ব্যাটিং প্রান্তে সেই ভারতের টেল এন্ডার ব্যাটার জাসপ্রিত বুমরাহ।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান এজবাস্টন টেস্টে। ভারতীয় ইনিংসের শেষ উইকেট জুটিতে ব্যাট করছিলেন বুমরাহ ও মোহাম্মেদ সিরাজ। ইনিংসের ৮৪তম ওভারে ভারতের রান তখন ৯ উইকেট হারিয়ে ৩৭৭।

বোলিংয়ে এসে প্রথম বলেই চার হজম করেন ব্রড। ফাইন লেগ দিয়ে বল সীমানাছাড়া করেন বুমরাহ। দ্বিতীয় বলে এসে ওয়াইড বলে চার রান দেন ব্রড। ইংলিশ এ পেসারের শর্ট বল বুমরাহর মাথার অনেক ওপর দিয়ে উইকেটকিপারকে ফাঁকি দিয়ে সীমানার ওপারে চলে যায়। ওয়াইড বলের পরের বলটি আবার নো দেন ব্রড। এবার এই বলে ছক্কা হাঁকান বুমরাহ। তৃতীয়বারের চেষ্টায় ওভারের দুই নাম্বার বলটি সফলভাবে করেন ব্রড। তবে এই বলেও বাউন্ডারি হজম করতে হয় তাকে। ফলে প্রথম দু্ই বলেই ব্রড দিয়ে বসেন ২০ রান।

তৃতীয় বলেও ব্রডের বল সীমানাছাড়া করেন বুমরাহ। চতুর্থ বলের ফলাফলও একই। এবার ব্রডের শর্ট বল পুল করে ডিপ মিড উইকেট দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান ভারতীয় এই টেল এন্ডার। ব্রডের লেগ স্ট্যাম্পে ফেলা বল লং লেগ দিয়ে সীমানার বাইরে। তবে শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি বুমরাহ। শেষ পর্যন্ত ওই ওভারে ব্রডের বোলিং দাঁড়ায়- ৪, ৫ (ওয়াইড), ৭ (নো বল), ৪, ৪, ৪, ৬, ১।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply