×
Logo

আন্তর্জাতিক

'স্পর্শকাতর অঞ্চলে' গোপনে অস্ত্রবহন নিষিদ্ধ করলো নিউইয়র্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৩:১৫ পিএম

'স্পর্শকাতর অঞ্চলে' গোপনে অস্ত্রবহন নিষিদ্ধ করলো নিউইয়র্ক

স্পর্শকাতর অঞ্চলে গোপনে অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শুক্রবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। সিনেটে একটি বিশেষ অধিবেশন চলাকালে এ বিলটি তোলা হয়। বিলে গভর্নরের স্বাক্ষর করার মধ্য দিয়ে এটি আইনে পরিণত হলো। খবর রয়টার্সের।

কোন কোন স্থানকে 'স্পর্শকাতর অঞ্চল' হিসেবে গণ্য করা হবে তার একটি তালিকা দেয়া হয়েছে বিলে। সেখানে বলা হয়েছে, টাইমস স্কয়ারসহ জনবহুল সরকারি স্থাপনা বা স্কুলের মতো জায়গায় প্রবেশ করা যাবে না অস্ত্রসহ। এছাড়া হাসপাতাল, ধর্মীয় স্থান, লাইব্রেরি, থিয়েটার, খেলার মাঠ, পার্ক, চিড়িয়াখানাসহ আরও বেশ কয়েকটি জনবহুল স্থান এর মধ্যে অন্তর্গত।

এর আগে গত বৃহস্পতিবার বিলটির ওপর বিতর্কে অংশ নেন নিউইয়র্কের আইনপ্রণেতারা। ডেমোক্র্যাটিক গভর্নরের দাবি, নগরবাসীর সুরক্ষার স্বার্থেই নেয়া হয়েছে এ উদ্যোগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিথিল অস্ত্র আইনের বিরুদ্ধে চলমান বিতর্কে এই আইন একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

এসজেড/

মন্তব্য করুন

Logo