ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের এই স্যুপ

|

ছবি: সংগৃহীত

এবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেলো ইউক্রেনের স্যুপ। শুক্রবার (১ জুলাই) বোর্শ স্যুপ নামের খাবারটিকে বিপন্ন প্রায় সাংস্কৃতিক ঐতিহ্যে হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের এই সংস্থাটি।

টুইট বার্তায় ইউনেস্কো কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। মূলত, রুশ আগ্রাসনের জেরে দেশটি সাংস্কৃতিকভাবেও কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।

ইউনেস্কো বলছে, ইউক্রেনীয়দের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ এই খাবার। তবে যুদ্ধের কারণে গোটা কমিউনিটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই খাবারকে বিপন্ন হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ইউনেস্কোর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কিয়েভ। নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখতে কাজ করার প্রত্যাশা জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। তথ্যসূত্র: বিবিসি।

আরও পড়ুন: ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply