ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ভারতের নেতৃত্বে বুমরাহ

|

ছবি: সংগৃহীত

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের ৩৬তম টেস্ট অধিনায়ক হয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পর এই প্রথম ভারতীয় দলের অধিনায়ক হলেন কোনো পেসার। এর আগে, করোনায় আক্রান্ত হয়ে ছিটকে যান ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। গেল সপ্তাহে চারদিনের প্রস্তুতি ম্যাচে করোনা পজেটিভ আসে তার। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি। আর ইনজুরির কারণে আগে থেকেই নেই সিরিজের প্রথম চার টেস্টে দলের দ্বিতীয় সেরা ব্যাটার লোকেশ রাহুল। এরপর টেস্ট অধিনায়ক হিসেবে আলোচনায় আসে রবিচন্দ্রন অশ্বিন ও রিশাভ পান্তের নাম। কিন্তু শেষ পর্যন্ত জাসপ্রিত বুমরাহতেই আস্থা রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এর আগে, ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের ৪টি ম্যাচে ২-২ এ সমতা বিরাজ করার পর সিরিজ নির্ধারণী টেস্ট স্থগিত হয় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়। দুই দলেই অধিনায়ক আর কোচের পদে এসেছে নতুন নাম।

আরও পড়ুন: বাংলাদেশে দীর্ঘদেহী ক্রিকেটার নেই, টি-টোয়েন্টিতে ভালো করতে যে টোটকা দিলেন সিডন্স

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply