ভারী বৃষ্টি না হওয়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

|

ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ, সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে বানের পানি। যদিও জেলার ১২ উপজেলার ১২শর বেশি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ১৫ হাজারের বেশি মানুষ। সরকারি হিসেবে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ হাজারের বেশি ঘরবাড়ি। একই অবস্থা সিলেটেও। কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চল থেকে নামছে বন্যার পানি। তবে সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপৎসীমা ছুঁইছুঁই। বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা সদর ও বিশ্বনাথ উপজেলায়।

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমছে। বাড়িঘর থেকেও নামছে বানের পানি। পানি নামার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে ভাঙন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply