ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পেলো যুক্তরাষ্ট্র

|

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন। বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির সর্বোচ্চ আদালতের দায়িত্ব গ্রহণ করেন তিনি। খবর দ্য ইকোনমিক টাইমসের।

এদিন স্থানীয় সময় দুপুর থেকে পূর্বসুরি স্টিফেন ব্রেয়ারেরর অবসরের পর দায়িত্ব গ্রহণ করেন কেতাঞ্জি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দু’দফা শপথ নিয়েছেন তিনি। তাকে সাংবিধানিক শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি জন রবার্টস এবং বিচারিক শপথ পড়িয়েছেন বিচারপতি স্টিফেন ব্রেয়ার। কেতাঞ্জির দায়িত্ব নেয়ার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ৯ সদস্যবিশিষ্ট সুপ্রিম কোর্টে নারী বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

এর আগে এপ্রিলের শুরুতে জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করে সিনেট। সেসময় তার পক্ষে ৫৩ বিপক্ষে ৪৭ ভোট পড়ে। সেসময় তিন রিপাবলিকান নেতাও জ্যাকসনকে নিয়োগের পক্ষে ভোট দিয়েছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply