আসামে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৫৯

|

বাংলাদেশের সীমান্তঘেঁষা আসাম রাজ্যে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫৯ জনে। বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায়। রাজ্য প্রশাসনের দাবি, এখনও ভোগান্তিতে ২৯ লাখ। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে শিলচর। টানা ১১ দিনের মতো পানিবন্দি শহরটির বাসিন্দারা। হেলিকপ্টারযোগে পাঠানো হচ্ছে সুপেয় পানি, শুকনো খাবার এবং ওষুধের মতো জরুরি ত্রাণ। এর মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আশ্রয়কেন্দ্রে আটকা প্রত্যেক পরিবারকে দেয়া হবে তিন হাজার ৮০০ রুপি। তাছাড়া দুর্যোগে ভুক্তভোগী রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীকেও এক হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবারই প্রতিবেশী রাজ্য মণিপুরে ভূমিধসে প্রাণ গেছে ৮ জনের; এখনো নিখোঁজ কমপক্ষে ৭০ বাসিন্দা। সেনাবাহিনী চালাচ্ছে পাবর্ত্য অঞ্চলটিতে উদ্ধার তৎপরতা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply