পুরান ঢাকায় ওয়াকফকৃত মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

|

বৃহস্পতিবার (৩০ জুন) পুরান ঢাকার বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউটের সামনের রাস্তাটি প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় ওয়াকফকৃত একটি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।

এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। এসময় টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ, আটক করার হয় কয়েকজনকে।

এলাকাবাসীর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই গুড়িয়ে দেয়া হয় দোকানপাট, মসজিদ। সুযোগ দেয়া হয়নি মালামাল বের করার। এতে চরম বিপাকে পড়েন ঐসব স্থাপনার বাসিন্দরা।

ওয়াকফ কমিটির আইনজীবীর দাবি, আইনী আশ্রয় নেয়ার সুযোগ দেয়া হয়নি তাদের। আর ওয়াকফ কমিশনের পরিদর্শক ইউছুব আলী মোল্লা অভিযোগ করেছেন, উচ্ছেদ অভিযানের বিষয়ে তাদের অবহিত করা হয়নি।

তবে, উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান বলেন, মসজিদ ভাঙার বিষয়ে আগেই কমিটির সাথে মেয়রের আলোচনা হয়েছে।

অভিযানের সময় ওয়কফ সম্পত্তি মসজিদ ও পাশের ভবনের বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেটে দেয়া হয় । এতে বিপাকে পড়েন ভবনে থাকা বাসিন্দারা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply