অ্যাপল ও গুগল থেকে টিকটক অ্যাপ সরানোর আহ্বান এফসিসির

|

ছবি: সংগৃহীত

অ্যাপল ও গুগলকে তাদের অ্যাপ স্টোর থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক সরানোর আহ্বান জানিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন। মঙ্গলবার (২৮ জুন) অ্যাপল ও গুগলকে এ বিষয়ে চিঠি লিখেছেন এফসিসি কমিশনার ব্রেন্ডন কার।

চিঠিতে তিনি লিখেছেন, ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি মার্কিন গ্রাহকের ব্যক্তিগত ডেটা থাকায়, চীন সরকার তা হাতিয়ে নিতে পারে বলেও শঙ্কা এফসিসি’র।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন নাগরিকদের কোনো ডেটা যদি টিকটকের হাতে যায় তবে তা চীনা সরকারের হাতেও যাচ্ছে। চীনা সরকারের সাথে যোগসাজসের অভিযোগ আগেও উঠেছে টিকটকের বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply