নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

|

ইসরায়েলে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপড়োন চলছেই। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবার (২৯ জুন) এ ঘোষণা দেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদ শেষ করবেন। এছাড়া তিনি বলেন, ল্যাপিডের অন্তর্বর্তী সরকারে বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন।

এ ঘোষণার ফলে দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভেঙ্গে দেয়া হয়েছে দখলদার দেশটির পার্লামেন্ট। ফলে চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটিতে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ও বাম ঘরানার নেতা ইয়ার লাপিদ। এ অবস্থায় কার্যত ক্ষমতা হারাবে নেসেট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলবে প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply