পদ্মা সেতুর টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরোনো মূর্তি উদ্ধার, আটক ১

|

জব্দকৃত পুরোনো মূর্তি ও প্রাচীন নির্দশনসহ গ্রেফতারকৃত জসিম উদ্দিন।


স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

শরীয়তপুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন বাস থেকে শত বছরের পুরোনো মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নির্দশন জব্দ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে মূল্যবান মূর্তি পরিবহনের দায়ে জসিম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটকের বিষয় নিশ্চিত করেন পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান। 

জানা গেছে, বুধবার (২৯ জুন) রাত ১টার দিকে জসিম উদ্দিন নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। পদ্মা (দক্ষিণ) থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা ছেড়ে আসা গ্রিন লাইনের বাসটিতে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়।

ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, আটককৃত জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি এ সব মালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরের মধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply