২-১৩ জুলাই পর্যন্ত মশার প্রজনন নষ্টে চিরুনি অভিযান চালাবে ডিএনসিসি

|

আগামী শনিবার ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অ্যাডিস মশার প্রজনন নষ্টে চিরুনি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৩০ জুন) উত্তরায় ড্রোন দিয়ে অ্যাডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রমে গিয়ে এ কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, প্রত্যেকটি বাসার ছাদ বাগান ড্রোনের মাধ্যমে দেখে অ্যাডিস মশার প্রজনন হ্রাসের ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া কোনো বাড়িতে যদি ডেঙ্গু রোগী পাওয়া যায় সিটি করপোরেশনের কাছে সেই তথ্য দেয়ার আহ্বান জানান। সিটি করপোরেশনের কর্মকর্তারা সেই বাড়ি ও তার আশেপাশের অ্যাডিসের প্রজননস্থল ধ্বংস করবে।

এ সময় হাসপাতালগুলোকে রোগীদের বসত বাড়ির তথ্য রাখার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply