মরুভূমিতে পিপাসায় প্রাণ হারালেন যুবক, মৃত্যুর আগে আবেগঘন আবেদন

|

ছবি: সংগৃহীত

সুদানের এক মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান আস সাইয়েদ আব্দুল্লাহ নামের এক যুবক ও তার তিন সফরসঙ্গী। বৃহস্পতিবার (২৩ জুন) বাড়ি থেকে বের হন তারা। পরে দুর্গম এক মরুভূমিতে গাড়ি নষ্ট হলে সেখানেই পানির অভাবে মৃত্যুবরণ করেন তারা।

আব্দুর রহমান আস সাইয়েদ আব্দুল্লাহ মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি আরব বিশ্বে অনেক ভাইরাল হয়েছে।

ভিডিওতে আব্দুর রহমানকে রাজধানী খার্তুম থেকে ৩৭০ কিলোমিটার দূরে উবাইদিয়াহ নামক শহরের কাছাকাছি একটি মরুভূমিতে বালুর টিলার পাশে দেখা যায়, তিনি অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তিনি বলেন, ‘ভাইয়েরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, যাদের কাছে আমি ঋণী তারা আমাকে মাফ করবে আশা করছি।

তার স্ত্রী চার সন্তানের জননীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি ধৈর্য ধরে থেকো। আমি তোমাকে মাফ করলাম, তুমিও কোরো। এভাবেই সবার কাছেই ক্ষমা চান আব্দুর রহমান। এরপর তার কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথেই ভিডিওটি শেষ হয়ে যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply