একাকি জীবন আর ভালো লাগছে না, ডায়েরিতে লিখে প্রধান শিক্ষকের আত্মহত্যা

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি (৪৮)। ডায়েরিতে তিনি লিখে রেখে গেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বাবা-মা র কাছে যাচ্ছি।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, জয়ের ডায়েরিতে আরও লেখা ছিল, বোন, আমার কাছে ৮ জন ব্যক্তি ২৫ লাখ টাকার মত পাবে। আমার মৃত্যুর পর সরকার থেকে যে টাকাগুলো পাবি সেগুলো দিয়ে তা পরিশোধ করে দিস। এই ‘একাকীত্ব’ জীবন আর ভালো লাগছে না।

বুধবার (২৯ জুন) দুপুরে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর নূর মোহাম্মদের ভাড়াবাসা থেকে শিক্ষক জয়ে লাশ উদ্ধার করা হয়। জয় চ্যাটার্জি পটিয়া উপজেলার ছনপাড়া ইউনিয়নের মটপাড়া এলাকার মৃত শাণি প্রিয় চ্যাটার্জির পুত্র বলে জানা গেছে।

প্রসঙ্গত, উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি দীর্ঘদিন ধরে ওই এলাকার ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালে তার বাবা-মা মারা যান। এর আগে ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply