সেতু নিয়ে বিএনপির ধন্যবাদ আশা করা যায় না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

|

দুই কোর্টে সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাভাবিক জীবন উপহার দেয়ার পরেও ধন্যবাদ দেয় নাই। পদ্মা সেতু নিয়ে তারা ধন্যবাদ দেবে এমনটা আশা করা যায় না; এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত পদ্মা সেতু সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সক্ষমতার প্রতীক। বাংলাদেশের যে অর্জনের গল্প করা হোক, শেখ হাসিনাকে ছাড়া সম্ভব নয়।

শ ম রেজাউল করিম আরও বলেন, ইনডেমনিটি অ্যাক্টের মাধ্যমে আইনের শাসন ধ্বংস করেছিল জিয়াউর রহমান। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর সন্তান সবাইকে আইনের মুখোমুখি হতেই হবে। প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়ার সাজা মওকুফ করেছেন। কিন্তু মন্ত্রী নিজে আইনের লোক হিসেবে তাদের সাজা পাওয়া উচিত বলে মনে করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply