নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ এলাকাবাসীর, ঘণ্টাব্যাপী অচলাবস্থা

|

রাস্তা আটকে বিক্ষোভ।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবোতে কবির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার (২৯ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুপুর ১২টার দিকে বেলাবো থানা পুলিশ এবং ইটাখোলা হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধ নিয়ন্ত্রণে আসে। পরে অবরোধের ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, গত ২৫ জুন দুপুরে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারচর নামক স্থানে সন্ত্রাসীদের হাতে খুন হন বারৈচা বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী কবির হোসেন। পরদিন পরিবারের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে বেলাবো থানায় মামলা করা হয়। এই ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাকি অপরাধীদের খুঁজে গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে বেলাবো থানা পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply