প্রচণ্ড দাবদাহে পুড়ছে দিল্লি, হিট ইনডেক্স ছুঁয়েছে রেকর্ড

|

ছবি: সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। তাপমাত্রা পেরিয়েছে ৪১ ডিগ্রী সেলসিয়াস। পাশাপাশি মাত্রা ছাড়িয়েছে আর্দ্রতা। সেই সাথে, হিট ইনডেক্স ছুঁয়েছে রেকর্ড প্রায় ৫৫ ডিগ্রি। অর্থাৎ, প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হচ্ছে অনেক বেশি গরম। খবর হিন্দুস্তান টাইমসের।

সর্বোচ্চ তাপমাত্রার সাথে আর্দ্রতার আনুপাতিক হিসাবই হলো হিট ইনডেক্স। আর ভারতের অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। বাতাসের আর্দ্রতা অস্বস্তি বাড়িয়েছে আরও। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজধানী দিল্লির আবহাওয়া স্টেশনের কেন্দ্রে তাপমাত্রা দাঁড়ায় ৪১ দশমিক ৫ ডিগ্রিতে। সে সময় আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ।

ছবি: সংগৃহীত

দিল্লিতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘরবাড়ি থেকে বের হওয়ার বিষয়ে রাজধানীবাসীকে সতর্ক করেছে প্রশাসন। বৃষ্টি ছাড়া তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে মনে করছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে শুরু হতে পারে বৃষ্টি।

আরও পড়ুন: অস্ত্রোপচার করে যুবকের পেটে মিললো ২৩৩টি কয়েন, পেরেক আর চুম্বক!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply