নেত্রকোণায় দ্রুত কমছে বন্যার পানি, চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ

|

কমছে বন্যার পানি।

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার ১০ উপজেলায় বন্যার পানি কমছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি কিছুটা কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছাড়ছে বানভাসীরা। গত কয়েক দিনে ৯০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন।

বন্যার পানি কমলেও ভোগান্তি পিছু ছাড়েনি নেত্রকোণার বানভাসী মানুষের। গো-খাদ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। জেলার কংস, সোমেশ্বরী, উব্দাখালি ও ধনুসহ ছোটবড় সব নদনদীর পানি গত তিন দিন ধরে দ্রত কমতে শুরু করছে। তবে উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার কারণে রাস্তাঘাট ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply