সিরিয়া যুদ্ধে ৩ লাখের বেশি নাগরিকের প্রাণহানি: জাতিসংঘ

|

সিরিয়া যুদ্ধে প্রাণ গেছে ৩ লাখের বেশি বেসামরিক নাগরিকের। গতকাল মঙ্গলবার (২৮ জুন) জাতিসংঘের মানবাধিকার কমিশনের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর রয়টার্সের।

জেনেভায় প্রতিবেদনটি প্রকাশ করেন কমিশন প্রধান মিশেল ব্যাশেলেত। জানান, ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১০ বছরের তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকটি তথ্য ও পরিসংখ্যান পূনরায় মূল্যায়ন এবং বিশ্লেষণ করে দেখেছে জাতিসংঘ, এমনটাই তার দাবি।

মিশেল ব্যাশেলেত আরও জানিয়েছেন, মোট ৩ লাখ ৬ হাজার ৮৮৭ জনের প্রাণহানি হয়েছে, তা নিশ্চিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, এমনটাও তার আশঙ্কা। কারণ, খাবার-পানি বা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে এ হিসাবে ধরা হয়নি। পরিসংখ্যানে নেই নিহত সেনা ও পুলিশ সদস্যরাও। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে কবর দেয়া ব্যক্তিদের নামও ঠাঁই পায়নি তালিকায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply