ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিতে অবশেষে তুরস্কের সম্মতি

|

সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভূক্তির ব্যাপারে সুইডেন ও ফিনল্যান্ডকে অবশেষে সমর্থন দিয়েছে তুরস্ক। মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত ত্রিদেশীয় চুক্তি সই হয়। খবর বিবিসি’র।

স্পেনে এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন খোদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পরে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ নিশ্চিত করেন চুক্তি স্বাক্ষরের তথ্য। জানিয়েছেন, তুরস্কের তালিকাভুক্ত সন্ত্রাসীদের ফিরিয়ে দিতে সম্মত হয়েছে সুইডেন।

তাছাড়া, তুরস্কের কাছে অস্ত্রবিক্রির ওপর যে নিষেধাজ্ঞা ছিল; সেটি প্রত্যাহারেও রাজি নর্ডিক দেশগুলো। পরস্পরকে নিরাপত্তা দিতেও ৩ দেশ চুক্তিতে সই করেছে। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোটে ঢোকার আবেদন জানিয়েছিল সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু শুরু থেকেই বেঁকে বসে তুরস্ক। অভিযোগ ছিল, তুর্কি চরমপন্থিদের সহযোগিতা করে দেশ দুইটি। সেই অবস্থান থেকে সরলেই সমর্থন দিবে আঙ্কারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply