আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের কষ্টার্জিত জয়

|

দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৪ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করলো ভারত। সফররতদের করা ৭ উইকেটে ২২৫ রানের জবাবে ৫ উইকেটে ২২১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

ডাবলিনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় ভারত। তবে ২য় উইকেটে ১৭৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দিপক হুদ্দা আর সানজু স্যামসন। সানজু ৭৭ রান করে আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি করেন দিপক হুদ্দা। শেষ পর্যন্ত ১০৪ রান করে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৫ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ডও। অধিনায়ক এন্ডি বালবিরিনের ৬০ আর পল স্টার্লিং এর ৪০ রানে ভর করে জয়ের আভাস দিচ্ছিলেন তারা। মিডল অর্ডারে হ্যারি টেক্টরের ৩৯ আর শেষ দিকে জর্জ ডকরেলের ৩৪ ও মার্ক এডেয়ারের অপরাজিত ২৩ রানেও জয় পাওয়া হয়নি আয়ারল্যান্ডের। ২২১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন দিপক হুদ্দা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply