বিদেশিরা সব সময় সঠিক কথা বলে না: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বিদেশিরা সব সময় সঠিক কথা বলে না; এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আবার বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থানের পেছনে নানা উদ্দেশ্য বা ফন্দি ফিকির থাকে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দেশি বিদেশি বহু ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে। সেই সময় কোনো কোনো বিদেশি সংস্থার লোকজন সেতু আদৌ হবে কিনা সন্দেহ প্রকাশ করেছিলেন। আর তাদের কথায় সে সময় দেশের মধ্যেও কিছু লোক লাফালাফি করেন। তবে পদ্মা সেতু তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই করতে পারি। বিদেশিরা অনেক সময় নিজেদের স্বার্থে ফন্দি ফিকির করেন। তারা নিষেধাজ্ঞা দেয়। বিদেশিদের কথায় কখনও লাফানো উচিত নয়।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান সে সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দাতাদের অযৌক্তিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। সে সময়ের সেতু সচিব ও বর্তমানে জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া জানান, প্রকল্প সংশ্লিষ্ট কেউ কেউ সে সময় বিশ্বব্যাংককে ভুল তথ্য সরবরাহ করে থাকতে পারেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তৃতা করেন।

আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে: ইয়াফেস ওসমান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply