নুরুলের প্রতিরোধে ইনিংস হারের লজ্জা এড়িয়েছে টাইগাররা

|

সেন্ট লুসিয়ায় ১০ উইকেটের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের প্রতিরোধে দ্বিতীয় ম্যাচে ইনিংস হারের লজ্জা এড়ায় বাংলাদেশ। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো উইন্ডিজ।

বৃষ্টিবিঘ্নিত টতুর্থ দিনে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচ পঞ্চম দিনে গড়াতে বাংলাদেশকে খেলতে হতো ৩৮ ওভার। মিরাজ-এবাদতদের আসা যাওয়ার মিছিলে বিস্ফোরক ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার ৫০ বলে ৬০ রানের ইনিংসে ১৮৬ রানে অলআউট হয় টাইগাররা। জয়ের জন্য ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বল খরচ করেন দুই ক্যারিবীয় ওপেনার। ১০ উইকেটের হারে আবারও উইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা সাকিব-তামিমদের।

তিনটি করে উইকেট নেন কেমার রোচ, আলজারি জোসেফ ও জেডন সিলস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। আর ওয়েস্ট ইন্ডিজ করে ৪০৮ রান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply