রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার কলম্বিয়া উপকূলে ডুবে যাওয়া ২৪ আরোহী

|

ছবি: সংগৃহীত

ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে কলম্বিয়া উপকূলে ডুবে যাওয়া নৌযানের ২৪ আরোহীকে। শুক্রবার (২৪ জুন) দেশটির নৌবাহিনী চালায় রুদ্ধশ্বাস এ অভিযান। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, নৌযানটি ২২ আরোহী ও দুইজন ক্রু নিয়ে বুয়েনাভেন্তুরা থেকে রওনা দেয়। পথিমধ্যে পাসো ডেল টাইগ্রে এলাকায় বৈরী আবহাওয়ার কবলে পরে জানাজটি। ২৪ আরোহীর সবাইকে নিয়ে ডুবে যায় জাহাজটি।

এ সময় নৌবাহিনীর টহলরত ইউনিটে জরুরি কল করে দুর্ঘটনার তথ্য জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তুলে আনা হয় যাত্রীদের। নৌযানের ১৮ যাত্রীই পর্যটক বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

আরও পড়ুন: গর্ভপাতের অধিকার বাতিলের রায়ে ট্রাম্পের উল্লাস, বাইডেনের মতে ‘মর্মান্তিক ভুল’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply