প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার হিড়িক

|

প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার হিড়িক পড়েছে। ঘটেছে অনেক ন্যাক্কারজনক ঘটনা। সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন। আর রোববার (২৬জুন) সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেতু।

উদ্বোধনের দিন থেকেই নানা অনিয়ম শুরু হয়েছে পদ্মা সেতুতে। আর নিয়ম ভাঙছেন সাধারণ মানুষেই। শনিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারের বেড়া ভেঙে পদ্মা সেতুতে উঠে পড়ে উৎসুক জনতা। কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর উঠে পড়ছেন সাধারণ মানুষ।

অনেকেই সেখানে যাচ্ছেন শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। কেউ করছেন ভিডিও, কেউ নিচ্ছেন সেলফি। বেশ কয়েকজনকে ছবি তোলার পাশাপাশি দেখা গেছে টিকটক ভিডিও করতে। অনেকে আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, যা সেতু কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যাত্রীর বেশিরভাগই মোটরবাইকে করে আসছেন। পরিবার নিয়ে দেখতে আসছেন স্বপ্নের এই সেতু। অনেকের মাথাতেই নেই হেলমেট। হেলমেট ছাড়া মোটরবাইক চালানো অপরাধ। আরও এই এক্সপ্রেস ওয়েতে নিজের জীবনের ঝুঁকিও অনেক বাড়িয়ে তুলছে বেপরোয়া এই আরোহীরা।

অনেকেই সেখানে যাচ্ছেন শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। কেউ করছেন ভিডিও, কেউ নিচ্ছেন সেলফি। বেশ কয়েকজনকে ছবি তোলার পাশাপাশি দেখা গেছে টিকটক ভিডিও করতে। অনেকে আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, যা সেতু কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পদ্মা সেতুর ওপরে একজন ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। যদিও এই ছবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে একটি টিকটক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, এক যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো পদ্মা সেতু আমাদের। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

নিয়ম ভঙ্গ করার বিষয়ে তাদের যুক্তি, কত অনিয়মই আমরা করি। নিজের স্বপ্নপূরণে একটু অনিয়ম করা দোষের কিছু না। এই সুযোগ হয়তো আর নাও পেতে পারি। যদিও সাইরেন বাজিয়ে সেতুতে টহল দিচ্ছে পেট্রলম্যান। নিয়ম ভঙ্গকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা তা মানছেন না। এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়াতে দেখা গেছে তাদের।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply