মহারাষ্ট্রে রাজনৈতিক নাটকীয়তা: ‘শিবসেনা-বালসাহেব’ নামে নতুন দল গঠনের ঘোষণা

|

মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকীয়তা নিলো নতুন মোড়। বিজেপি বা অন্য দলের সাথে জোট বাধবেন না বিদ্রোহী শিবসেনা নেতারা। খবর জি নিউজের।

বরং ‘শিবসেনা-বালাসাহেব’ নামে নতুন একটি দল গঠনের প্রস্তাব দেয়া হবে মারাঠা বিধানসভায়, এমন ইঙ্গিত দিলেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। তার দাবি, ৫০ জন এমপি রয়েছেন বিদ্রোহীদের কাতারে। সেই অনুসারে, বিধানসভায় ডাকা হতে পারে অনাস্থা প্রস্তাব।

এদিকে, গুঞ্জন রটেছে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সাথে যোগাযোগ রয়েছে বিদ্রোহী ২০ বিধায়কের। তাছাড়া, একনাথসহ বিদ্রোহী পাঁচজনের মন্ত্রীত্ব বাতিল করা হতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। মূলত, মূলমন্ত্র থেকে সরে যাচ্ছে শিবসেনা, এমন অভিযোগে চলছে রাজনৈতিক টানাপোড়েন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply