মেলিলা ছিটমহলে পদদলিত হয়ে অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

মরক্কোর সীমান্ত পাড়ি দিয়ে স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টাকালে পদদলিত হয়ে অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুন) সকালে বহু মানুষ উঁচু বেড়া পার হবার চেষ্টা করলে সেখান থেকে নিচে পড়েও কয়েকজন হতাহত হন। এ তথ্য নিশ্চিত করেছে মরক্কোর কর্তৃপক্ষ। এছাড়া মরক্কো ও স্পেনের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।

অভিবাসন প্রত্যাশীদের সাথে স্পেনের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। এদিকে, নিরাপত্তাকর্মী আহতের ঘটনায় মাফিয়া ও মানবপাচারকারীদের দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী গতকাল অসাধারণ কাজ করেছে। দায়িত্ব পালন করতে গিয়ে সহিংস হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন। একটি সংঘবদ্ধ মাফিয়াচক্র স্পেনে মানবপাচারের সাথে জড়িত। আমাদের ভূখণ্ডে তারা এ হিংসাত্মক হামলা চালিয়েছে।

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল মেলিলা ও সিউটা; যা আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। যে কারণে এই দুই ছিটমহল দিয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

আরও পড়ুন: আর আপস করবে না মালয়েশিয়া, এ মাসেই ফিরতে হবে অবৈধ অভিবাসীদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply