প্রধানমন্ত্রীকে পাঁ ছুয়ে সালাম করলেন সৈয়দ আবুল হোসেন

|

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সুইচ টিপে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সৈয়দ আবুল হোসেন। তখন প্রধানমন্ত্রীকে সালাম করেন তিনি। প্রধানমন্ত্রীও তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।

প্রসঙ্গত, পদ্মা সেতুর প্রকল্পের কাজ যখন শুরু হয় তখন যোগাযোগমন্ত্রীর দায়িত্বে ছিলেন মাদারীপুর-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন। এই প্রকল্পে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে পদত্যাগ করেন তিনি। কিন্তু পরবর্তীতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। এছাড়াও তৎকালীন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ৪০ দিন জেলহাজতে কাটাতে হয়।

এর আগে, উদ্বোধন পূর্ববর্তী বক্তব্যে শেখ হাসিনা বলেন, আপনারা সবাই জানেন, যখন সেতু নির্মাণকাজে নামি তখন অনেক ষড়যন্ত্র হয়। মিথ্যা অপবাদ দেয়া হয় অনেককে। দুর্নীতির অপবাদ দিয়ে একেকটা মানুষ, একেকটা পরিবারকে মানসিক যন্ত্রণা দিয়েছে একটি গোষ্ঠী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply