৬০ মণ ওজনের টাইগার এবং ধলা পাহাড়ের দাম ৩০ লাখ টাকা

|

মাগুরার গরু ধলা পাহাড় ও টাইগার।

মাগুরা প্রতিনিধি:

দেশীয় পদ্ধতিতে মাগুরায় গরু পালন করে মানুষের নজর কেড়েছে শামসুর রহমান ডাবলু নামের এক খামারী। দুই বছর আগে বাজার থেকে দুইটি গরু কিনে লালন পালন শুরু করেন তিনি। বর্তমানে দু’টি গরুর ওজন দাঁড়িয়েছে প্রায় ৬০ মণে।

শামসুর রহমান ডাবলু মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা। পরম আদরে গরু দুইটি লালন পালনের সময় শখের বসে নাম দেন ধলা পাহাড় ও টাইগার। গরু দুইটির প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে ছোলা, গম, ভুসি, খড়, নেপিয়ার ঘাসের মিশ্রণ। প্রতিটা গরুর জন্য ২০ কেজি দানাদার খাবার খাওয়ানো হয়। দুই বছরে মোটাতাজা করণে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।

প্রতিদিনই দূরদূরন্ত থেকে মানুষ এসে ভিড় করছে গরু দুটি এক নজর দেখতে। ৩০ লাখ টাকা দাম পেলেই গরু দু’টি বিক্রি করবেন বলে খামার মালিক জানান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply