মাদকবিরোধী অভিযানে আজ ৯ জন নিহত

|

দেশজুড়ে চলা মাদকবিরোধী অভিযানে ছয় জেলায় গুলিতে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ২০ সদস্য।

পুলিশ জানায়, রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেফতার হওয়া বাবুলকে নিয়ে মাদক বিরোধী অভিযানে যায় তারা। উপজেলার আমানগন্ডা এলাকায় বাবুলের সহযোগীদের সাথে পুলিশের গুলিবিনিময় হয়। এতে মারা যায় বাবুল।

জেলার সদর দক্ষিণ এলাকায় মাদকের চালান আটকের সময় মাদক ব্যবসায়ীদের গোলাগুলির কথা জানিয়েছে পুলিশ। এতে নিহত হয় রাজিব নামে একজন।

ফেনীর সীমান্তবর্তী এলাকা জাম্বুড়ায় গতরাতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশের গুলিতে আহত হয় দুই মাদক ব্যবসায়ী শামিম ও মনির। হাসপাতালে নেয়া হলে মারা যায় দু’জনই।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও মাদক ব্যবসায়ীদের সাথে গোলাগুলির কথা জানিয়েছে পুলিশ। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সেলিম নামে একজন।

‘বন্দুকযুদ্ধে’ ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছে আমির খাঁ নামের একজন। পুলিশ জানিয়েছে, সে মাদক ব্যবসায়ি।

এদিকে, মাগুরায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলির পর আইয়ুব হোসেন ও মিজানুর রহমান কালু নামে দুজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

একইভাবে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির পর অজ্ঞাত একজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply