হাওরাঞ্চলের পানি ধারণক্ষমতা চার দশকে কমেছে ৬০ শতাংশ

|

সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের ৭ জেলার পানি ধারণক্ষমতা গত চার দশকে প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আইপিডি নামে একটি গবেষণা সংস্থা।

শুক্রবার (২৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মেদ খান। তিনি বলেন, ভারতের মেঘালয় রাজ্যে গত এক শতাব্দীর মধ্য তৃতীয় রেকর্ড বৃষ্টিপাতের ফলে হাওরাঞ্চলে যে বন্যা হয়েছে তার জন্য এই পানি ধারণ ক্ষমতা অনেকাংশে দায়ী।

হাওর ও নদীর দখল ও পলি ড্রেজিং না হওয়ার কারণেও শহরের মত উঁচু জায়গাগুলোতেও বন্যার পানি প্রবেশ করেছে বলে মনে করেন তিনি।

গবেষণায় আরও উঠে এসেছে অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট, ভবন ও সড়ক নির্মাণের কারণে বন্যাকে দীর্ঘায়িত করেছে। হাওরাঞ্চলের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও অপরিকল্পিত উন্নয়ন বন্ধ না হলে আগামী দিনে বিপদ আরও বাড়বে বলে মত সংস্থাটির।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply