রাখাইনে হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছিল আরসা: অ্যামনেস্টি

|

মিয়ানমারে রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে হিন্দু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জানায় গেল আগস্টে অন্তত ৯৯ জন নিরস্ত্র হিন্দুকে হত্যা করে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী- আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- আরসা’র সদস্যরা।

মঙ্গলবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

বলা হয়, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের মংডুতে চালানো হয় এ হত্যাকাণ্ড। একদিনেই হত্যা করা হয় এই বিপুল সংখ্যক মানুষকে। একইদিন রাখাইনজুড়ে প্রায় ৩০টি নিরাপত্তা চৌকিতেও হামলা চালায় আরসা।

এসব ঘটনার যথাযথ তথ্য-প্রমাণ আছে বলে জানান অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স বিষয়ক পরিচালক তিরানা হাসান। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনা নিপীড়নের ঘটনায় দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে সমালোচিত মিয়ানমার। তবে হিন্দুদের ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের সহিংসতার ঘটনায় তথ্য-প্রমাণসহ অভিযোগের ঘটনা এটিই প্রথম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply