গৃহবন্দিত্ব থেকে কারাগারে সু চি

|

ছবি: সংগৃহীত

গৃহবন্দিত্ব থেকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে পাঠানো হলো নির্জন কারাবাসে। বুধবার (২২ জুন) রাতে রাজধানী নেইপিদোর একটি কারাগারে তাকে গোপনে সরানো হয়। জানা গেছে, একই কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ত।

কারা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নেইপিদোর ওই কারাগারে সু চির জন্য আলাদা একটি বিশেষ সেল বানানো হয়েছে। তার সহযোগিতার জন্য সেখানে ৩ জন নারী কারারক্ষী সবসময় থাকবেন। সূত্র অনুসারে, বর্তমানে গণতন্ত্রপন্থী এ নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

দেশটির সেনা সরকারও স্বীকার করেছে সু চিকে কারাবাসে পাঠানোর তথ্য। তাদের দাবি, মিয়ানমারের অপরাধ দমন নীতিমালা অনুসারেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ইতোমধ্যেই একাধিক দুর্নীতি সংশ্লিষ্ট মামলায় এ পর্যন্ত ১৯০ বছরের কারাদণ্ড হয়েছে সু চির।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply