আফগানিস্তানে ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায় দেখা দিয়েছে কলেরার প্রকোপ

|

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিপর্যস্ত আফগান এলাকাগুলোয় দেখা দিয়েছে কলেরার প্রকোপ। নেই পর্যাপ্ত খাবার-সুপেয় পানি। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে, খোলা আকাশের নিচে হাজারও মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১শ’ ৫০ জনে। আহত হয়েছেন তিন হাজারের বেশি। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। এদিকে আগামী ২৪ ঘণ্টায় উদ্ধার তৎপরতা শেষ করার ব্যাপারে আশাবাদী তালেবান সরকার। তবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নির্দিষ্ট সময়সীমা বেধে দিতে নারাজ। তাদের দাবি- প্রত্যেকের প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য।

এদিকে, জাতিসংঘের জরুরি বৈঠকে অভিযোগ তোলা হয়েছে সহায়তার জন্য পাঠানো ত্রাণের ওপর হস্তক্ষেপ করতে চাইছে তালেবান। শুধু তাই নয়, বরাদ্দকৃত অর্থে ভাগ বসাতে চাইছে তারা।

উল্লেখ্য, বুধবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অনুভূত হয় ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকতিকা ও খোস্ত প্রদেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply