আজ দ্বিতীয় টেস্টে সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে উইন্ডিজ-বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

দ্বিতীয় টেস্টে আজ উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। যেখানে ব্যাট ও বল হাতে শুরুটা ভালো চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেন্ট লুসিয়ার উইকেট কিছুটা সহজ হবে বলে প্রত্যাশা তার। এদিকে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। নাজমুল শান্ত’র পরিবর্তে দেখা যেতে পারে এনামুল বিজয়কে।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয় পেসে নাকাল টাইগার শিবির। ব্যর্থতার বৃত্তে টপ অর্ডার। ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারছেন না কেউ। এবারের মঞ্চ সেন্ট লুসিয়া। উইকেট জুজু কাটবে কি টাইগার ব্যাটারদের?

ব্যাট হাতে ভালো শুরুর আক্ষেপ এখন নিত্যসঙ্গী। নিজেদের হারিয়ে খুঁজছেন মুমিনুল-শান্তরা। ধারাবাহিক হতে পারছেন না তামিম-জয়। সব মিলিয়ে হাহাকার চলছে টপ অর্ডার নিয়ে। সেন্ট লুসিয়ার উইকেটে নাকাল হতে হবে না ব্যাটারদের। এমনটাই বিশ্বাস টাইগার দলপতির।

এদিকে একাদশে পরিবর্তনের আভাস সাকিবের কণ্ঠে। নাজমুল শান্তর পরিবর্তে খেলতে পারেন এনামুল বিজয়। আর এ যাত্রায় টিকে যেতে পারেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply