আইসিসি সুপার লিগে বাংলাদেশকে টপকে শীর্ষে ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশকে টপকে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ১২৫ পয়েন্ট। দুই নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ১২০।

সুপার লিগের শীর্ষ দুই দলই খেলেছে সমান ১৮টি ম্যাচ, যার মধ্যে জয় ১২টিতে। বাংলাদেশের হার ৬টি ও ইংলিশদের হার পাঁচটিতে। তবে একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সেই ম্যাচের পয়েন্ট নিয়েই টাইগারদের ওপরে অবস্থান করছে ইংল্যান্ড।

অপরদিকে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। ৪ ও ৫ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ব্রাজিল তরুণীর পরিচালিত ‘মেসি আর্মি’কে ফলো করেন স্বয়ং মেসি

মূলত, গতকাল শেষ হওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টিতে জয় পাওয়ায় শীর্ষে চলে গেল ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের রেকর্ড ভেঙে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ে। ওই ম্যাচে ৪৯৮ রান করে ইংল্যান্ড।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply