সিটের নিচে করে বেনাপোল দিয়ে পাচার হচ্ছিল স্বর্ণ

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে কোলকাতাগামী একটি বাস থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় পাচারকারীকে আটক করা যায়নি।

বাসের একটি সিটের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় স্বর্ণের ওই চালানটি। যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে গোপন খবর পেয়ে বেনাপোল বন্দরের বাস টার্মিনালে ওই বাসটি তল্লাশি করা হয়।

পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ১০ পিস স্বর্ণ উদ্ধারের পর বিজিবি থানায় জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply