ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও চার ধাপ পেছালো বাংলাদেশ, শীর্ষে ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও অবনমন হয়েছে বাংলাদেশের। চার ধাপ পিছিয়ে ১৯২ নম্বর অবস্থানে এখন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এদিকে, যথারীতি নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। আর তিন নাম্বারে উঠে এসেছে আর্জেন্টিনা।

সবশেষ ফিফা আন্তর্জাতিক সূচিতে দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এর আগে, ১৮৮ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ হেরে চার ধাপ পিছিয়েছে জামালবাহিনী।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত। আছে ১০৪ নম্বর অবস্থানে। এই অঞ্চলে দুইটি দেশ বাংলাদেশ থেকেও পিছিয়ে আছে। ১৯৬ নাম্বার অবস্থান পাকিস্তানের। আর ২০৭ নাম্বারে আছে অর্থনৈতিক সঙ্কটে বিধ্বস্ত দেশ শ্রীলঙ্কা। অন্যদিকে, মালদ্বীপ, নেপাল ও ভুটান আছে যথাক্রমে ১৫৬, ১৭৬ ও ১৮৬ নাম্বার অবস্থানে।

শীর্ষস্থানে থাকা ব্রাজিলের পরই আছে বেলজিয়াম। আর তৃতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর নেশনস লিগ থেকে বাদ পড়া ফ্রান্স তিন নাম্বার অবস্থান থেকে নেমে চারে চলে গেছে। চার নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ড আছে আগের অবস্থা্নে অর্থাৎ পাঁচ নম্বরে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply