রামদা হাতে নিয়ে শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরালের পর আটক ২

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রামদা হাতে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কাপাসিয়া উপজেলার ব্রীজ এলাকার মো. শুভ (২৪) ও মুন্না (২৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রামদা হাতে নিয়ে কয়েকজন যুবককে মহড়া দিতে দেখা যায়। পরে পূর্ব শত্রুতার জের ধরে ওই স্কুলে পড়ুয়া এক শিক্ষার্থীকে থাপ্পড় মারে। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হলে আশপাশের লোকজন তাদের থামানোর চেষ্টা করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর আজ ভোরে রামদাসহ ওই দুইজন সন্ত্রাসীকে আটক করে কাপাসিয়া থানা পুলিশ।

আরও পড়ুন: অর্থনৈতিক বিরোধের জেরে কুমিল্লায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম নাসিম জানান, মুন্না ও শুভর বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। রামদাসহ স্কুলের সামনে মারামারির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply