দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি করছে রাশিয়া: জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার পুনরাবৃত্তি করছে রাশিয়া বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, হিটলারের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে নাৎসি বাহিনী যে আগ্রাসন চালিয়েছে, একই কাজ করছে পুতিন সেনারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নে নাৎসি বাহিনীর হামলার ৮১তম বার্ষিকী পালন করেছে রাশিয়া। ক্রেমলিন ওয়ালে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৯৪১ সালে নাৎসি বাহিনীর সেই হামলার সাথে ইউক্রেনে রুশ আগ্রাসনের তুলনা করলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, মারিওপোলের মতোই দোনবাসকে ধ্বংসস্তুপে পরিণত করছে পুতিন বাহিনী।

দোনবাসে প্রতিনিয়ত বিমান হামলা চলছে। এ অঞ্চলে দখলদারদের লক্ষ্য একই আছে। মারিওপোলের মতো দোনবাসের প্রতিটি অংশ ধ্বংস করতে চায়।

সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্কে আরও ভয়াবহ হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। লুহানস্কের গভর্নর জানান, লিসিচানস্কে আরও দু’টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। দক্ষিণাঞ্চলে ঘিরে রাখা হয়েছে ইউক্রেনীয় সেনাদের। এ পরিস্থিতিতে সেভেরোদোনেৎস্কে আরও সেনা মোতায়েন করেছে কিয়েভ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply