ইসরায়েলে পাওয়া গেলো ১২শ’ বছরের পুরোনো মসজিদ

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলে সন্ধান মিললো ১২শ’ বছরের পুরোনো একটি মসজিদের। দেশটির নেগেভ মরু অঞ্চলে এর সন্ধান পায় প্রত্নতাত্ত্বিকরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২২ জুন) মসজিদের পুরাকীর্তিটি উন্মুক্ত করা হয়।

ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষ আইএএ বলেছে, বেদুইন শহর রাহাতে একটি নতুন বসতি স্থাপনের কাজ চলাকালে এর সন্ধান মেলে। ইহুদি প্রত্নতাত্ত্বিকরা বলেন, পবিত্র কাবা শরিফের দিকে মুখ করা মসজিদটিতে একটি বর্গাকার কক্ষ রয়েছে এবং সামনের দিকে ছোট্ট জায়গা রয়েছে। এসব বিশেষ নির্মাণশৈলীতে বোঝা যায়, ভবনটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। এতে একসাথে বেশ কয়েকজন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।

তিন বছর আগে এই অঞ্চলে আরও একটি মসজিদের পুরাকীর্তির সন্ধান মেলে। রাহাতে পাওয়া মসজিদগুলো বর্তমান অবস্থানেই সংরক্ষণ করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply